চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক

চট্টগ্রামের বাঁশখালীতে খাটখালী নদীর মোহনা থেকে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক ডাকাতরা হলেন— মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রেদওয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)।

সিয়াম-উল-হক বলেন, চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে গতরাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। এসময় বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ছুরি, ছয়টি চাপাতি, পাঁচটি শাবল, দুটি হাতুড়িসহ ১২ ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে, রফিকের দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট থেকে বোটে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩১   ৩০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



আর্কাইভ