মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫

প্রথম পাতা » চট্রগ্রাম » মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



মিরসরাইয়ে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া বাসটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শুক্রবার ভোরে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হন নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। তবে, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই লোকটি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:৫৫   ৫৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক



আর্কাইভ