ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।

রুবেল জেলার পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে দোকানের তালা খুলছিলেন। এ সময় মোটরসাইকেল চোর রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রুবেলের নামে একাধিক চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২১   ৪৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ