নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন

প্রথম পাতা » চট্রগ্রাম » নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ সকালে জেলার রক্ষাকালী মন্দির পরিদর্শন করেছেন। শনিবার সকাল ১০টায় তিনি জেলার তবলছড়িতে রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন।

কালী মন্দিরে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান। রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালের বংশোদ্ভূত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা।

এ সময় তিনি মন্দিরে বসে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাসসকে বলেন, রাঙ্গামাটিবাসীর আত্মীয়তায় আমি মুগ্ধ। আমি বিশ্ব শান্তি কামনায় কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি।

তিনি আরো বলেন, আমি আরো বেশি খুশী হয়েছি রাঙ্গামাটিতে আমাদের নেপালের বংশোদ্ভূত লোকজনকে দেখে। তারাও আমাকে দেখে আবেগে আপ্লুত হয়েছেন।

এ সময় নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, রক্ষাকালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৩   ২৭ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ