তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে

প্রথম পাতা » ছবি গ্যালারি » তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর চিত্র পাল্টে যাবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাক্টিভ। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢালী’স আম্বার রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, তরুণ প্রজন্মই পারে সকল বৈষম্য দূর করে সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়াও সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

পরে তিনি ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্য স্মৃতিচারণ করেন।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলনমেলায় রূপ নিয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে খাওয়াদাওয়া, আড্ডা, সংগীত ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫০   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার



আর্কাইভ