
জেলায় আজ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ সাতক্ষীরার আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল শহরের আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলার উদ্বোধন করেন এবং প্রধান বক্তব্য দেন।
সামাজিক বনবিভাগ সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বন-বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রকৃৃতির ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। এবারের এ বৃক্ষ মেলায় বিভিন্ন ফলজ, বনজ গাছের ৩৫ টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৭ ৩ বার পঠিত