শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



শহিদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের জুলাইয়ে পুলিশের গুলিতে নিহত হন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-র উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-র উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে রাবি ও বাউবি উপাচার্য শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৪   ৫০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ