ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ইন্দোনেশীয় নারীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন বাংলাদেশি এক শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৪ জানুয়ারি) সেরদাংয়ের পুলিশ প্রধান এ এ আনবালাগান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুত্রজয়া থেকে ২৩ বছর বয়সি এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ইন্দোনেশিয়ান নারী (৩৯) ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন এবং ঈর্ষাপ্রবণ হয়ে হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

গ্রেফতার বাংলাদেশি শ্রমিক পুত্রজয়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, দণ্ডবিধির ধারা ৩০২ অনুসারে হত্যাকাণ্ডের মামলাটি রুজু করা হয়েছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১২টি রডের আঘাত দিয়ে শাস্তি দেয়ার বিধান রয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১০টার দিকে ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোনকলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানান স্থানীয় হোটেলের এক কর্মী। ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের লাশ সেরদাং হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৩   ৫৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক করুন’, ট্রাম্পের উদ্দেশে নিকি হ্যালি
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির
ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস
নতুন প্রস্তাব নিয়ে ইসরায়েলের দিকে তাকিয়ে মধ্যস্থতাকারীরা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০



আর্কাইভ