
ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ভাঙনের কাছাকাছি–ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘শাস্তিমূলক’ শুল্ক আরোপের মধ্যে এই সতর্কবার্তা দিয়েছেন নিকি হ্যালি।
জাতিসংঘে নিযুক্ত সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র যদি চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার ‘সঠিক পথে’ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (২০ আগস্ট) প্রকাশিত নিউজউইকের এক উপ-সম্পাদকীয়তে হ্যালি বলেছেন, ভারতকে চীনের মতো প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা উচিত নয়।
তিনি লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতির লক্ষ্য অর্জনের জন্য - চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি অর্জন – কিছু লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেয়ে বেশি জটিল।’
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করলেও তার একজন সোচ্চার সমালোচক হিসেবে রয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্টের রিপাবলিকান সহকর্মী নিকি হ্যালি।
তিনি উল্লেখ করেন যে,
ভারতকে অবশ্যই মুক্ত ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত - চীনের মতো প্রতিপক্ষ নয়, যারা এখন পর্যন্ত রাশিয়ার তেল ক্রয়ের জন্য নিষেধাজ্ঞা এড়িয়ে চলেছে।
হ্যালির মতে, ‘এশিয়ায় চীনা আধিপত্যের বিরুদ্ধে একমাত্র দেশ (ভারত) হিসেবে কাজ করতে পারে, তার সাথে ২৫ বছরের অবস্থান নষ্ট করা একটি কৌশলগত বিপর্যয় হবে।’
হ্যালি উল্লেখ করেছেন, স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোর ক্ষেত্রে, ওয়াশিংটনকে তার গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলগুলো চীন থেকে দূরে সরিয়ে নিতে সাহায্য করার জন্য নয়াদিল্লি অপরিহার্য।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩১ ৩ বার পঠিত