ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (ইউএমসিএইচ) এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

ইউএমসিএইচ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র পক্ষে সংঘের সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার গতকাল ইংরেজি বর্ষের শেষ দিনে এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ।

এই চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ’র সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে ইউএমসিএইচ-এর এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউএমসিএইচ-এ বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির ও অর্থ সম্পাদক এনামুল কবির সুজন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১২   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন



আর্কাইভ