শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারি » শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে তৃতীয় দফায় দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস।

অন্যদিকে কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে দিনাতিপাত করছে এ জনপদের মানুষ। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্নআয়ের মানুষের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তরের এই জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর ৬টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সময়: ১৫:১০:১০   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ