বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান

ওষুধ শিল্পে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেছেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এছাড়াও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার এমন আগ্রহের কথা জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় তারা দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৩   ৬৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়ার চিকিৎসকদের ধন্যবাদ জানালেন তারেক রহমান
গোবিন্দগঞ্জে মিনি স্টেডিয়াম উদ্বোধন
গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি
পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান



আর্কাইভ