গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



গাইবান্ধায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী থেকে পিস্তল, ম্যাগাজিন-গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ জুয়েল রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (২৪ নভেম্বর) ভোরে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকা থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতার জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকায় তার ভগ্নীপতির বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৫৯   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ