৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্রগ্রাম » ৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে ।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৪   ৫০ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা
রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার



আর্কাইভ