মা হারালেন গায়ক আদনান সামি

প্রথম পাতা » ছবি গ্যালারি » মা হারালেন গায়ক আদনান সামি
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



মা হারালেন গায়ক আদনান সামি

ভারতের খ্যাতিমান গায়ক আদনান সামির মা বেগম নওরিন সামি খানের প্রয়াণ ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার সকালে সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদ দেন গায়ক নিজে।

তবে কী কারণে তার মায়ের মৃত্যু হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি আদনান সামি।

এক খোলা চিঠিতে মায়ের মৃত্যুতে আবেগঘন বার্তা দেন এই গায়ক। মায়ের ছবি পোস্ট করে আদনান লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান আর নেই। আমাদের পরিবার গভীর শোকাহত। তিনি এমন একজন ছিলেন, যাকে আজীবন সকলে মনে রাখবেন। মায়ের স্পর্শ, ভালোবাসা খুব মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন।’

গায়কের পোস্টে ভক্তরাও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। আদনান যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনাও করেন তার অনুরাগীরা।

আদনান সামির বলিউডের শেষ গান ছিল গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। খুব শীঘ্রই আবার এই গায়ক বলিউডে কামব্যাক করছেন বলেও খবর এসেছে। জানা গেছে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কাসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি।

বাংলাদেশ সময়: ১৭:১২:৪১   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের ভোটাধিকার প্রয়োগে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিন : ডা. জাহিদ
মানবাধিকার সমুন্নত রেখে কাজ করছে পুলিশ : আইজিপি
ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি এনসিপির
রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নির্মাণাধীন প্রতিষ্ঠানে জরিমানা
কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা: ডিসি



আর্কাইভ