কঙ্গনার প্রমাণে হাজতে যেতে পারেন তিন তারকা!

প্রথম পাতা » ছবি গ্যালারি » কঙ্গনার প্রমাণে হাজতে যেতে পারেন তিন তারকা!
সোমবার, ১২ জুন ২০২৩



কঙ্গনার প্রমাণে হাজতে যেতে পারেন তিন তারকা!

কঠোর পরিশ্রম করে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। স্পষ্টভাষী হওয়ায় বারবারই কঠিন সমস্যায় পড়েছেন এ অভিনেত্রী। তবে কঠিন পরিস্থিতি তাকে দমাতে পারেনি কখনও। যার প্রমাণ মিলল কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে কঙ্গনা বলেছেন, দীর্ঘ সময় ধরে হৃতিক রোশনের সঙ্গে আইনি লড়াইয়ে নানা সমস্যা তৈরি করে তার জীবন অতিষ্ঠ করে তুলেছেন পরিচালক করণ জোহর আর বলি অভিনেতা রণবীর কাপুর। ওই সময় তারা নিজেরা স্বঘোষিত রেফারির ভূমিকায় অবতীর্ণ হন এবং কূটকৌশল চালতে শুরু করেন।

কঙ্গনা আরও বলেন, করণ আর রণবীরের চরিত্র যথাক্রমে মহাভারতের শকুনি, আর দুর্যোধনের চরিত্রের মতো। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে কঙ্গনা আরও জানিয়েছেন যে, বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতেও জড়িয়ে আছে করণ-রণবীরের নাম।

ভারতীয় সংবাদমাধ্যমে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে এ অভিনেত্রী আবারও সজোরে দাবি করেন, রহস্যময় সে মৃত্যুর পেছনে হাত রয়েছে করণ-রণবীরেরই। আর এ কারণেই সুশান্তের মৃত্যুর পর অনেক ভুয়া খবর প্রচারের জন্য ওঠেপড়ে লেগেছিল এ দুজন।

শুধু তাই নয়, তিনি বলেন, বলিউডের জনপ্রিয় এ তিন তারকা করেছেন বেআইনি সব কাজও। যেসব অপকর্মের প্রায় সব প্রমাণই হাতে আছে তার। যদি সে প্রমাণ তিনি আদালতে দাখিল করেন, তবে অভিযুক্ত সবারই হাজতবাস হবে - এমনটাই দাবি বলিউড অভিনেত্রী কঙ্গনার।
সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪১   ২৭১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন



আর্কাইভ