অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারি » অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইক‌মিশনারের

রাষ্ট্র ব্যবস্থায় শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফিরিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য সর্বাত্মক সহায়তা কর‌বে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক।

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশ্বাস দেন তিনি।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ব্রিটিশ হাইক‌মিশনার বেরিয়ে যাওয়ার পর মো. তৌ‌হিদ হো‌সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রবেশ করেন সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার দা‌য়িত্ব দেওয়া হয় সা‌বেক পররাষ্ট্রস‌চিব মো. তৌ‌হিদ হো‌সেন‌কে।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৫   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
নির্বাচন বানচালে দেশে ‘অনেক গন্ডগোল’ হতে পারে: মেজর হাফিজ
হাসিনার দোসর অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক
চট্রগ্রামের শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা



আর্কাইভ