রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল

প্রথম পাতা » খেলা » রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল
রবিবার, ৪ আগস্ট ২০২৪



রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতেও হারল

হার দিয়ে প্রাক মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও হারল তারা। রোববার (৪ আগস্ট) তাদের হার ২-১ গোলে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১২ মিনিটের ব্যবধানে দুই গোলের লিড পায় বার্সেলোনা। ৪২ মিনিটের পর ৫৪ মিনিটে আসে তাদের গোল ২টি। ২টি গোলই করেন পাও ভিক্টর। প্রথম গোলে রবার্ট লেওয়ান্ডোভস্কি ও দ্বিতীয় গোলে আলেক্স ভ্যালে অ্যাসিস্ট করেন।

রিয়াল মাদ্রিদ ম্যাচের একমাত্র গোলটি করে ৮২ মিনিটে। এরপর তাদের কামব্যাকের প্রত্যাশায় ছিল সমর্থকরা দল। কিন্তু অন্যান্য দিনের মতো এদিন আর ঘুরে দাঁড়াতে পারেনি লস ব্লাঙ্কোস শিবির। হার নিয়েই ছাড়তে হয় মাঠ। প্রাক মৌসুমের আগের ম্যাচে বার্সেলোনা জিতেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

প্রাক মৌসুমের প্রথম ম্যাচে এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৭ আগস্ট তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে চেলসির। ১৫ আগস্ট তাদের উয়েফা সুপার কাপের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৮   ৫৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম



আর্কাইভ