টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ
বুধবার, ১০ জুলাই ২০২৪



টুঙ্গিপাড়ায় বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাটগাতী বাজারের গোবিন্দ স্টোর থেকে এসব জাল উদ্ধার করা হয়। উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আজ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাজারে দুইবার অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। অভিযানে পাটগাতী বাজারের গোবিন্দ স্টোরের দুইটি গুদাম থেকে ২১০টি চায়না দূয়ারী ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, অভিযানে ৫০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ স্টোরের মালিক সুশান্ত বিশ্বাস পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:১৩   ৫৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ



আর্কাইভ