সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রথম পাতা » চট্রগ্রাম » সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সাগর এখনও উত্তাল। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুরের দিকে সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে এখনও ঝড়ো হাওয়া বইছে। তবে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। ধীরে ধীরে দুপুরের পর সিলেট অঞ্চল অতিক্রম করবে। এই সময় সিলেট এবং কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভূপৃষ্ঠ যেহেতু এখনও ঠান্ডা রয়েছে। তাই সহসা তীব্র গরম কিংবা তাপদাহ অনুভূত হবে না। তবে আবহাওয়া স্বাভাবিক হবে।

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে। সেখানে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২৪ মিলিমিটার, যা অন্য সময়ের থেকে একটু বেশি। তবে বর্ষা মৌসুমে এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৭   ৩৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



আর্কাইভ