মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক

প্রথম পাতা » ছবি গ্যালারি » মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক
শনিবার, ২৫ মে ২০২৪



মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল ট্রাক

রাজধানীর আগারগাঁও ট্রাফিক মোড়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর জোনের ট্রাফিক পরিদর্শক গোলাম রব্বানী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৩টায় আগারগাঁও মোড়ে শাহ ফতেহ আলী বাসের সঙ্গে মাটি বোঝাই ড্রামট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সজোরে ধাক্কা দেয় মেট্রোরেলের পিলারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিশুমেলার সামনে থেকে আসা বাসটিকে পাশের রাস্তা ফার্মগেট থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও ঘটনাস্থলেই পড়ে আছে ট্রাকটি। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৩৩   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে
চট্টগ্রামে ‘কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জলবায়ু অর্থায়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর অর্থ উপদেষ্টার গুরুত্বারোপ
দেশে ফিরেছেন খালেদা জিয়া, বিএনপিতে উচ্ছ্বাস
ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: ড. আসিফ নজরুল



আর্কাইভ