বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর

প্রথম পাতা » ছবি গ্যালারি » বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪



বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া (৩২), তার ৯ বছর বয়সি মেয়ে রেজবিনা এবং ৪ বছর বয়সি ছেলে সালমান।

নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালায়। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান লেবু পাড়তে যায়। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়া তার (সার্ভিস তার) ছিড়ে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা সোনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৩   ৫৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব



আর্কাইভ