চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

প্রথম পাতা » ছবি গ্যালারি » চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় পুরনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৮   ১৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার
নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী



আর্কাইভ