পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ
বুধবার, ৩১ মে ২০২৩



পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ

পিরোজপুরের কাউখালীতে মো. জাহিদুল ইসলাম (৪২) নামের বরখাস্তককৃত কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) শাখার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও তিনি কাউখালীতে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার হন। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৬:৪৯   ৭১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ