নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল

প্রথম পাতা » খেলা » নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল
বুধবার, ২০ মার্চ ২০২৪



নিউ জার্সিতে মুখোমুখি বার্সা-রিয়াল

আগামী মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রাক- মৌসুমের ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।

চলতি মৌসুম শেষে প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ খেলবে বার্সেলোনা। মঙ্গলবার (১৯ মার্চ) বার্সেলোনা তাদের ওয়েবসাইডে প্রাক-মৌসুমের সূচি প্রকাশ করে। সেখানে রিয়াল মাদ্রিদ ছাড়াও বার্সেলোনা খেলবে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষে।

আগামী ৩০ জুলাই ফ্লোরিডায় ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এরপর ৩ অগাস্ট মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল ও ৬ অগাস্ট বাল্টিমোরে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে খেলবে তারা।

এই নিয়ে চতুর্থবার প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে এল ক্লাসিকো। আগের তিনবারই জিতেছিল বার্সেলোনা। গত বছরের দেখায় রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছিল জাভির দল।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১৮   ৪০ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল



আর্কাইভ