জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৬   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারবো- পরিবেশ উপদেষ্টা
সাংবাদিকদের কণ্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় একটিও নেই : কাদের গনি চৌধুরী
শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল



আর্কাইভ