টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ন। এই ইয়াবা জব্দ করে।

শুক্রবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, টেকনাফের নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানে হয়। আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থেকে নাফ নদীর কিনারায় কিছু বস্তা নামাতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাঁরা নৌকা নিয়ে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক আরো জানান, পরে টহল দল ওই জায়গায় তল্লাশি চালিয়ে দু’টি প্লাস্টিকের বস্তায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। টহলদল ওই এলাকায় সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪০   ৪২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ