ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে মার্কিন দূতাবাসের এসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লী ও ক্রিমিনাল ফ্রড ইনভেষ্টিগেটর ভেনিসা গোমেজ সৌজন্য সাক্ষাৎ করেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল মার্কিন দূতাবাস ও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোন প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে’।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪২   ৭০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন



আর্কাইভ