চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারি » চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



চা শ্রমিকদের গল্পে ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি

বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। গত ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল।

নতুন বছরে বন্ধন বিশ্বাস আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘১৬ ফেব্রুয়ারি শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া শুরু করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প দেখবেন বড় পর্দায়।’

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই প্রচারণা শুরু করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩২   ৬৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আইসিজে’র প্রার্থীতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য
ছাত্র-শিক্ষকের উন্নত সম্পর্কের ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি পরিদর্শন তিন উপদেষ্টার
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান



আর্কাইভ