চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে চিকিৎসকের পকেটে মিলল ৪ স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ডা. শরীফ মিঠু নামে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার পকেট থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় ওই চিকিৎসককেও আটক করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তার পকেট থেকেও চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, অন্য কারও স্বর্ণের বার তিনি পকেটে বহন করছিলেন। এ বিষয়ে আটককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে প্রায় দেড় কোটি টাকার ১৪টি সোনার জার জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।

গত শনিবার (১৩ জানুয়ারি) সকালে একই বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। জব্দ হওয়া এসব সোনার মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে জমা হয়।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৩০   ৪৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা



আর্কাইভ