আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন শেখ হাসিনা

প্রথম পাতা » ছবি গ্যালারি » আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন শেখ হাসিনা
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করার পরই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের অন্তর্গত।

সকাল ৭টা ৫৫ মিনিটে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী।
ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ প্রধানমন্ত্রীকে কেন্দ্রে স্বাগত জানান।
সারাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করায় কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১১:০৪:৪৬   ৫২ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ