নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু

প্রথম পাতা » খুলনা » নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যশোরে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় যশোর জেলায় ১৫ প্লাটুন অর্থাৎ সাড়ে ৪শ’ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তারা জেলার ৮ উপজেলার উদ্দেশে বের হয়েছে। তারা ক্যাম্প স্থাপনের পাশাপাশি টহলও শুরু করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় আজ ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫২   ৭২ বার পঠিত  




খুলনা’র আরও খবর


পাইকগাছায় ৩ হাজার তালগাছ রোপণ উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান
সীমান্তে ২১ সোনার বারসহ আটক ১
১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আসাবুর বাহিনীর দুই সদস্য আটক
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত



আর্কাইভ