সাইনবোর্ডে মোড়ে পুড়ল অনাবিলের বাস

প্রথম পাতা » ছবি গ্যালারি » সাইনবোর্ডে মোড়ে পুড়ল অনাবিলের বাস
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



সাইনবোর্ডে মোড়ে পুড়ল অনাবিলের বাস

নির্বাচন ঠেকাতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ে অনাবিল পরিবহনের বাসে আগুন দেয়া হয়েছে।

রোববার দিবাগত রাত (২৫ ডিসেম্বর) ২টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল তথ্যটি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টা ৩ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রোববার দুপুরে রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাস আগুনে পোড়ানো হয়। আর শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৫   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশের অর্থনীতিতে কৌশলগত খাত ভিত্তিক সহযোগিতা দিতে ডেনমার্ক আগ্রহী
স্বাস্থ্য খাতের উন্নয়ন করলে ভারত যাওয়ার প্রয়োজন নেই: রিজভী
গণমাধ্যমে নারীর অংশগ্রহণের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন নেপালের ডেপুটি স্পিকার



আর্কাইভ