ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন

প্রথম পাতা » অর্থনীতি » ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ এর উদ্বোধন

সম্প্রসারিত সেবা নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান ও মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মো. আদিল হোসেন নোবেল ও রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এসময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৩৬   ৭২ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা



আর্কাইভ