গোপালগ‌ঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে ভোট দি‌তে হ‌বে : আব্দুর রাজ্জাক

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগ‌ঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে ভোট দি‌তে হ‌বে : আব্দুর রাজ্জাক
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



গোপালগ‌ঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে ভোট দি‌তে হ‌বে : আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, অতী‌তে গোপালগ‌ঞ্জের সঙ্গে পাল্লা দি‌য়ে মধুপু‌রে নৌকায় ভোট দেওয়া হ‌য়ে‌ছিল। এবারও গোপালগঞ্জের মতো নৌকায় ভোট দি‌য়ে দে‌খি‌য়ে দি‌তে হ‌বে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে। এই মধুপুর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর।

শনিবার (২৩ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লী‌গের কর্মী সমাবেশে কৃ‌ষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএন‌পি চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালোভাবে না হয়। তারা দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতে ভোট দিয়েছি, আগামী দিনে ভোট দিয়ে প্রমাণ করবো।

আব্দুর রাজ্জাক বলেন, যতই ষড়যন্ত্র হোক, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কতটা শক্তিশালী।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মী সমা‌বে‌শে আরও বক্তব্য দেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১১   ৭৩ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব



আর্কাইভ