পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

প্রথম পাতা » চট্রগ্রাম » পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

‘রেড ক্রিসেন্টের অঙ্গীকার পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার, আজকের অভ্যাস আগামীতে ছেড়ে দিন’- এমন স্লোগানকে সঙ্গে নিয়ে পলিথিন ব্যাগ ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের কার্যালয়ে ইউনিট চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে অনুিষ্ঠত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান, ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক, কার্যকরী সদস্য সেলিম উদ্দিন নিজামী, ইউনিট অফিসার নাসরিন আক্তার, বীরমুক্তিযোদ্ধা বনশ্রী পাল চৌধুরী ও ফরিদা ইয়াছমিন লিকা।
এসময় বক্তারা পলিথিন ব্যবহার রোধে সকলকে আন্তরিক ভাবে কাজ করার এবং পাটজাত ব্যাগ ব্যবহারে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৯   ৪৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব



আর্কাইভ