বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না : নৌপ্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিজয়ের মাসের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। স্বাধীনতার পরাজিত শক্তিরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করছে, রেল লাইন উপড়ে ফেলছে, আগুন দিচ্ছে, পাকিস্তানি হানাদার বাহিনীও আমাদের ওপর এভাবেই আক্রমণ করেছিল।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের বিজয় র‌্যালি পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কোথাও আজ দরিদ্রতা নেই।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। এতে করে সব কিছু এখন হাতের মুঠোয় চলে এসেছে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জান মিতা, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, পৌর মেয়র মো. আসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৮:২২   ৮১ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন



আর্কাইভ