গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



গান থামিয়ে কনসার্টে শ্রোতাকে মাইক্রোফোন ছুড়লেন অরিজিৎ

অরিজিৎ সিং, যার সুরে মুগ্ধ সবাই। কনসার্টে যখন তিনি মঞ্চে ওঠেন, তখন এর প্রমাণ পাওয়া যায়। তবে মাঝে মাঝে মঞ্চে উঠে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন অরিজিৎ। যদিও তা বেশ ভালোভাবেই সামলে নেন তিনি। এবার কনসার্টের মাঝেই গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মারলেন মাইক। সামাজিক মাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

অরিজিতের মতো শান্ত একজন গায়ক এমন কেন করলেন? প্রশ্ন নেটিজেনদের। আসল ব্যাপার হলো, রেগে গিয়ে মাইক ছুড়ে মারেননি তিনি। বরং শ্রোতার সঙ্গে আরও বেশি সংযুক্ত হতে এটা করেছেন। তাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন।বাকিরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

জানা গেছে , ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তার সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৭   ৭৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন



আর্কাইভ