গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



গাজায় রাতভর ইসরাইলি হামলায় নিহত ৬৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের রাতভর বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) ফিলিস্তিনের ইন্দোনেশিয়া হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাতভর বিমান হামলায় গাজায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক।

নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের ৩০ জন রয়েছেন। রাতভর বোমা হামলায় নারী ও শিশুসহ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে অন্তত ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফা।

প্রতিবেদনে জানা গেছে, জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বোমা হামলায় দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

এর আগে জাবালিয়ার আল- ইয়েমেন আল-সাইদ হাসপাতালের সামনে একটি বেসামরিক গাড়িতে বিমান হামলা করে ইসরাইল। এতে ১৯ জন নিহতসহ আরও অনেকেই আহত হয়েছেন।

এছাড়াও গাজার পশ্চিমাঞ্চলের আল-সাবরা এলাকায় আটজন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, পূর্ব খান ইউনিসের বানি সুহাইলা শহরের একটি বাড়িতে বোমা হামলা করে শিশুসহ ১০ জনকে হত্যা করেছে ইসরাইল।

গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের বোমা হামলা ও হামলায় বহু হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন্দোনেশিয়া হাসপাতালে রোগীর চাপ ব্যাপক পরিমাণে বেড়েছে। এছাড়া হাসপাতালটির জ্বালানি প্রতিদিনই ফুরিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১৮   ৭৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি



আর্কাইভ