শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক
বুধবার, ২৫ অক্টোবর ২০২৩



শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৩: একাদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি আমির হোসেন আমু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একেএম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ, পারভীন হক সিকদার এবং মোঃ শফিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২৩ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, ২০২২-২০২৩ অর্থবছরে মন্ত্রণালয়ের অধীনস্ত প্রকল্পে বরাদ্দ, ব্যয়ের পরিমান ও বাস্তবায়ন অগ্রগতি এবং বিসিআইসি’র অধীনস্ত সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে ৩৪টি প্রকল্প নির্মানের সর্বশেষ অগ্রগতি, চিনি শিল্পের সার্বিক বিষয়, সমাপ্তকৃত প্রকল্পের পিসিআর বা সমাপ্তি প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা খাদ্য সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিগত ১৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২৩ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশোধিত আকারে বিল দু’টি চূড়ান্ত করে বিবেচনার জন্য গ্রহণ ও চলতি অধিবেশনে পাশের নিমিত্ত জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে রাসায়নিক দ্রব্যের গুদাম ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপন ব্যবস্থা যুগোপযোগী করে তোলা এবং চামড়া শিল্পকে পরিবেশবান্ধব ও রপ্তানীযোগ্য করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পাদন করার জন্য ঠিকাদারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করার পরামর্শ প্রদান করা হয়।

বৈঠক শেষে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সাথে সম্পৃক্ত সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৪   ৮৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম
কোরবানিতে পশু সরবরাহে বিশেষ ট্রেন থাকবে: উপদেষ্টা ফরিদা
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক



আর্কাইভ