সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ে তালুকদার ফুডকে  ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরী করছে। এবং অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২৯   ৯০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জামায়াতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান দুদুর
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে : শেখ বশিরউদ্দীন



আর্কাইভ