কাকরাইলে এস এ পরিবহন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রথম পাতা » ছবি গ্যালারি » কাকরাইলে এস এ পরিবহন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সোমবার, ৯ অক্টোবর ২০২৩



কাকরাইলে এস এ পরিবহন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর কাকরাইলের এস এ পরিবহনের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৫টিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছে।

লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৩০   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দুর্যোগ ও দুর্বিপাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: মহাপরিচালক
বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসনে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি
সংবাদমাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের দায়িত্বশীলরা তত সচেতন হবে: মাহফুজ আলম
কোরবানিতে পশু সরবরাহে বিশেষ ট্রেন থাকবে: উপদেষ্টা ফরিদা
মিয়ানমারের নৌকায় ধাওয়া, সোয়া ১ লাখ ইয়াবাসহ যুবক আটক



আর্কাইভ