রূপকল্প-২০৪১ অর্জনে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » রূপকল্প-২০৪১ অর্জনে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই : শিল্পমন্ত্রী
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



রূপকল্প-২০৪১ অর্জনে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০’ এবং ‘রূপকল্প-২০৪১’ অর্জনে উৎপাদনমুখী শিল্পভিত্তিক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি আজ শনিবার নরসিংদী বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।
অন্যান্যের মধ্যে বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এই অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিসিক’র উপনিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) তারানা জাহান তানিয়া, নকশাবিদ আলী আশরাফ ফারুক ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

বাংলাদেশ সময়: ২৩:০২:০২   ৬৪ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা



আর্কাইভ