ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে যে দায়িত্ব রয়েছে সে কাজ করবে। ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে অবাধ, গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী মনে করছেন, এই ভিসা নীতি বাংলাদেশের নির্বাচনের পক্ষে-বিপক্ষে কী প্রতিক্রিয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে মো. আহসান হাবিব খান বলেন, এটি যে দেশ সে দেশের নীতি এবং যে দেশের জন্য এটি করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়। সাংবিধানিকভাবে আমাদের যে দায়িত্ব আছে, সে কাজ আমরা করে যাব। আপনারা দেখবেন আমরা সঠিকভাবে কাজ করছি কি না। আমাদের পক্ষের যে কাজগুলো আছে সেগুলো শতভাগ করতে পারছি কি না সেগুলো আপনারা দেখবেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৪   ১২১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


‘চীনের উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলেই হবে, তবে জেলা চূড়ান্ত হয়নি’
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য : নিরাপত্তা উপদেষ্টা
রুট পারমিট-ফিটনেসবিহীন বাস ডাম্পিংয়ে, অবৈধ অটোগুলো চলতে পারবে না : ডিসি



আর্কাইভ