বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



বনানীতে বিদেশি মদ ও ক্যান বিয়ারসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে ৪৩ লিটার বিদেশি মদ ও ২৮০ ক্যান বিয়ারসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপির বনানী থানা এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি বনানী থানাধীন জি ব্লকের ৯ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে মো. মনির ওরফে রিয়াজ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার বাড়ি ভোলা সদরে।

এসময় তার নিকট হতে ৪৩ লিটার বিদেশি মদ, ২৮০ ক্যান (১৪০ লিটার) বিয়ার, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ এবং বিয়ার প্রাইভেটকারে পরিবহন করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৭   ৮৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন: নাহিদ



আর্কাইভ