সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঁচিশ কেজি গাঁজা ও একশত বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শিবপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩০), একই জেলার সদর দক্ষিন থানার রামচন্দ্রপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মান্নান মিয়া (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও (ঢাকা মেট্টো ট ২০-৯৮৫৮) জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৭   ১২৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প
পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি ভারত: খাজা আসিফ
নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার



আর্কাইভ