রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে খুলনার পাইকগাছা থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এস এম জিয়ারুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) র‌্যাবের মিডিয়া উইংয়ের স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার জিয়ারুল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার দেবদুয়ার সরদার পাড়া এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়ারুল ইসলাম খুলনার পাইকগাছা থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৬:২৭   ৮৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার



আর্কাইভ