এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম পাতা » খেলা » এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

শুরু হয়েছে এশিয়া কাপের লড়াই। উদ্বোধনী ম্যাচটিতে মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান। নেপালের বিপক্ষে প্রথমে দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। যেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের মুলতানে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেপাল। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম।

পাক্কা ১৫ বছর পর এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে। ২০০৮ সালের আসরটাই এখন পর্যন্ত সেদেশে একমাত্র টুর্নামেন্ট। দীর্ঘদিন পর হোম ভেন্যুতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে বইছে সুবাতাস।

পিসিবি আয়োজক হলেও খেলা হবে দুই দেশে। ক্রিকেট কূটনীতিতে ভারতের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তাই যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে ১৬তম আসর। বৈরী সম্পর্কের কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান সফর করবে না, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ১৩ ম্যাচের ৯টি হবে শ্রীলঙ্কায় আর ৪টি স্বাগতিক পাকিস্তানে।

নেপালের একাদশ
কুশল ভুরটেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পডেল (ক্যাপ্টেন), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।

পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৮   ৫৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে



আর্কাইভ