শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

প্রথম পাতা » ছবি গ্যালারি » শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোববার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাদের জড়ো করছিল। পরে সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তিন থেকে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ১০ নারী, ১৬ শিশু ও আট পুরুষ রয়েছেন। শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৫৬   ৫৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ



আর্কাইভ