ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা
রবিবার, ৬ আগস্ট ২০২৩



ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্লাড ব্যাংকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত আহত বা নিহতের সংখ্যা জানা যায়নি। খবর বিবিসির।

বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি ব্লাড ব্যাংকে রাশিয়া বোমা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

তিনি বলেন, গত শনিবার (৪ আগস্ট) রাতে খারকিভের কুপিয়ানস্ক সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জেলেনস্কি বলেন, ‌‌‌‌‌‘যারা জীবনের মূল্য বোঝেন তাদের জন্য সন্ত্রাসীদের পরাজিত করা সম্মানজক।‘

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে হামলাকারীদের ‘পশু’র সঙ্গে তুলনা করে জেলেনস্কি বলেন, হামলাকারীরা জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু ধ্বংস করে দিতে চান।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার আগ্রাসন একটি অপরাধ।’ তবে বোমা হামলায় কতজন মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি জেলেনস্কি।

এর আগে শনিবার কৃষ্ণসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটির ১১ ক্রুর কেউই হতাহত হননি।

বাংলাদেশ সময়: ১১:৫৯:১৯   ১৫১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪



আর্কাইভ